নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার গাবতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ।
নিহতদের মধ্যে একজনের নাম পরিচয় জানা গেলেও অপরজনে পরিচয় এখনও জানা যায়নি। তবে পুলিশ পরিচয় শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার শরীফ উদ্দিন (২০) অপরজন অজ্ঞাত (২২)।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হায়দার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, নরসিংদী থেকে ভৈরব মুখি একটি মোটরসাইকেল অপর একটি যানবাহনকে অভারটেকিং করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেলটির দুই আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যূ হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার এবং ঘাতক ট্রাকটি আটক করেছে।
মরদেহ দুটি ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়িতে রাখা হয়েছে বলে জানান ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৩০ জুলাই ২০২০ইং
Leave a Reply