নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান-নসিমন- সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ইউসুফ আলী (৬০) নামে এক নসিমন চালকের মৃত্যূ হয়েছে।
শুক্রবার দুপুরে ইটাখলা-মনোহরদী আঞ্চলিক সড়কের উপজেলার জামতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ আলী উপজেলার পোড়ান্দিয়া এলাকার মৃত হাসান আলীর ছেলে।
শিবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিক্সা ও নসিমন ইটাখলা থেকে শিবপুরের দিকে যাচ্ছিল। অপরদিকে পিকআপ ভ্যানটি শিবপুর থেকে ইটাখোলার দিকে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার জামতলা এলাকায় এসে যাত্রী নামানোর জন্য থামলে পিছন থেকে নসিমনটি সিএনজিকে ধাক্কা দিলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান সাথে সংঘর্ষ হয়। এসময় নসিমন চালক ইউসুফ আলী সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে তার মাথার উপর দিয়ে পিকআপ ভ্যানে চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিবপুর থানার উপ-পরিদর্শক মুরাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আর দূর্ঘটনা কবলিত সিএনজি, নসিমন আর পিকআপকে উদ্ধার করে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় ।
Leave a Reply