নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যানের চাপায় মোঃ সোহেল মিয়া ওরফে খোকন (৪০) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। শুক্রবার দুপুর দুইটার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন উপজেলার মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের সফিকুল ইসলাম সাত্তারের ছেলে। সে পেশায় একজন ডেকোরেটর ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় ডেকোরেশনের মালামাল বহন করার জন্য নিজেই নসিমন চালিয়ে যাচ্ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইটাখলা থেকে খোকন নসিমন চালিয়ে নিজ ডেকোরেশন দোকানে যাবার পথে কুমরাদী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খোকন নসিমনের উপর থেকে পড়ে ঘটনাস্থলেই নসিমন তার মৃত্যূ হয়। ঘটনার পরপর পিকআপ ভ্যান চালক দ্রুত ভ্যান চালিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা না করার অনাপত্তির আবেদনের প্রেক্ষিতে তাদের নিকট লাশ হস্তান্তর করা হয়।
Leave a Reply