নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর শিবপুরে সাইফ হাসান (১৪) নামে এক স্কুলছাত্রের পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।শনিবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে ডুবে এ মৃত্যূর ঘটনা ঘটেছে। নিহত সাইফ হাসান শিবপুর মডেল থানার উপ পরিদর্শক আলমগীর হোসেনের ছেলে। সে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে বন্ধুদের সাথে শিবপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে যায় সাইফ। দীর্ঘ সময় পরও বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন তার বন্ধুদের বাসায় খোঁজ করেও সাইফের সন্ধান পাননি।বিকালে উপজেলা পরিষদের পুকুরে খোঁজ করতে গিয়ে জুতা ভাসতে দেখা যায়। শিবপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বিকাল সাড়ে তিনটার দিকে পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।সাঁতার না জানায় পুকুরের পানিতে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply