শেখ মানিক, শিবপুর (নরসিংদী):
নরসিংদীর শিবপুর উপজেলা শাখা বাতিঘরের উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সচেতনতা মূলক মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকেলে (২৮ অক্টোবর) শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন খান নিপুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক, নরসিংদীর বাতিঘরের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী বাতিঘরের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, শিক্ষা ও সাস্কৃতিক সম্পাদক মহসিন সিকদার, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাতেন।
শিবপুর উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মাহবুব রহমান খান, শিবপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুক খান, শিবপুর প্রেসক্লাবের সাংবাদিক আলম খান, শিবপুর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন শিবপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ, শিবপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোশারফ হোসেন ভূইয়া, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আলতাফ হোসেন, শিবপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আলম মোল্লা প্রমুখ।
শিবপুর উপজেলা বাতিঘর শাখার শামীম হাসান সভাপতি, ইফতেখার উদ্দিন খান নিপুন সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Leave a Reply