শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। বৃহস্পতিবার জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন শিবপুর উপজেলা পরিষদ, ভূমি অফিস, পৌরসভাসহ বিভিন্ন দপ্তর ও ইউনিয়ন পরিষদগুলো পরিদর্শন করেন। সকালে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন সরকারি সফরে শিবপুর উপজেলা পরিষদে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিলসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসকের আগমন উপলক্ষে উপজেলা পরিষদ বর্ণিল সাজে সাজানো হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ইউনিয়ন ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় ও পর্যালোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হারুনুর রশীদ খান। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, সহকারী কমিশনার (ভুমি) শ্যামল চন্দ্র বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফ সারোয়ার ভূইয়া জুয়েল, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, আব্দুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তী, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, দুলালপুর ইউপি চেয়ারম্যান মেরাজুল হক মেরাজ, যোশর ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। শিবপুর প্রেসক্লাবের সাংবাদিক গণ। এসময় প্রধান অতিথি ভূমিহীনদের মাঝে জমির দলিল হস্তান্তর করেছেন এবং ভূমি অফিসের সিসি ক্যামেরা উদ্বোধন করেন। শিবপুর উপজেলা সহকারী কমিশনার এর কার্যালয় ও পৌরসভা অফিস পরিদর্শন করেছেন।
Leave a Reply