শেখ মানিক, শিবপুর (নরসিংদী) :
হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠানের সবচেয়ে বড় আনন্দ আয়োজন শারদীয় দূর্গোৎসব। দুর্গা উৎসব উপলক্ষে আজ রবিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চক্রধা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শিবপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক মোমেন খান।
এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী লোকদের সাথে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে মতবিনিময় করেন এবং সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী হাসিনা যা বলেছেন, সেটাই আমরা বলব। ধর্ম যার যার উৎসব সবার। পরে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। মোটরসাইকেলের শোডাউন করে চক্রধা ইউনিয়নের সকল পূজামণ্ডপ পরিদর্শন করছেন মোমেন খান।
Leave a Reply