শেখ মানিক, শিবপুর (নরসিংদী):
জাতীয় সমবায় দিবস আজ। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে নরসিংদীর শিবপুরে ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
৭ নভেম্বর শনিবার সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরসিংদী -৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুঁইয়া রাখিল, সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান খান ভুলু মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
পরে উপজেলার ৩ জন সফল সমবায়ীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন যোশর বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আবদুল কাদির শামিম।
Leave a Reply