শেখ মানিক, শিবপুর (নরসিংদী):
কোভিড-১৯ সংক্রমনের দ্বিতীয় ধাপ মোকাবেলায় নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সকল ইউনিয়নের জনসাধারণের মাঝে মাস্ক ও অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এঁর নির্দেশনায় ২২ নভেম্বর রবিবার সকাল ১১ টায় আইয়ুবপুর, পরে পুঠিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাবিরুল ইসলাম খান, মাছিমপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, ইউপি চেয়ারম্যান আবুল হারিস রিকাবদার, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, আইয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, পুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার হাসান উল সানি এলিছসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনায় উপজেলার নির্বাহী অফিসার মো. কাবিরুল ইসলাম খান বলেন, আমরা সব সরকারি দফতরে ‘নো মাস্ক, নো সার্ভিস’ কার্যক্রম চালু করেছি। এ কার্যক্রম চালু রাখতেও আমরা সর্বাত্মক চেষ্টা করছি; যাতে কেউ মাস্ক না পরে হাট-বাজারে না আসেন। মাস্ক ছাড়া বাজারে আসলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে বলে সর্তক করেছেন।
Leave a Reply