নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুর উপজেলা মৎসজীবি লীগের ২১ সদস্য বিশিষ্ট আহবাক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে নরসিংদীর জেলখানা মোড়স্থ মেজবান রেষ্টুরেন্টে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে এ কমিটি গঠন করা হয়।
নরসিংদী জেলা মৎসজীবি লীগের আহবায়ক মোসা: সোহানী আক্তারের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎসজীবি লীগের যুগ্ম আহবায়ক মো: নূরজ্জামান বাদল, হালিম প্রধান, মো: রাশিদুল ইসলাম, জেলা মৎসজীবি লীগের নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান আসাদ, ও মো: শরীফুল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ।
পরে জেলা মৎসজীবি লীগের আহবায়ক মোসা: সোহানী আক্তার মো: জাহিদ সরকারকে আহবায়ক ও মো: জাইদুল ইসলাম (কাউছার)কে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মো: মোজাম্মেল হোসেন ভূঁইয়া জনি, মো: আমির হোসেন, মো: সোলাইমান ভূইয়া, নির্বাহী সদস্য মো: ছাবির উদ্দিন ভূইয়া (মিন্টু), মো: রুবেল মিয়া (মাস্টার), হান্নান সিকদার, জিসান রিকাবদার মো: শামীম ভূইয়া, ফিরোজ মৈশাল, হাবিবুর রহমান, আব্দুর রহমান, মো: সুমন মিয়া, মো: সুজন খন্দকার, মো: সিমা আক্তার, জাকির হোসেন, ইয়াকুব আলী, মো: ঈসমাইল ও মো: ঈসমাইল ভূইয়া।
পরে জেলা কমিটির আহবায়ক মোসা: সোহানী আক্তার ও সদস্য সচিব মনিরুজ্জামান নবগঠিত শিবপুর উপজেলা কমিটির আহবায়ক জাহিদ সরকার ও সদস্য সচিব জাইদুল ইসলাম (কাউছার)সহ অন্যান্য সদস্যদের স্বাগত জানিয়ে যত দ্রুত সম্ভব ইউনিয়ন কমিটিগুলো গঠন করার নির্দেশনা দেন।
Leave a Reply