নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে নরসিংদীর শিবপুর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ মার্চ) শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক খোলা কাগজের শিবপুর প্রতিনিধি এস এম খোরশেদ ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্ধি পান ০৮ ভোট । সাধারণ সম্পাদক পদে দৈনিক যাযায়দিনের শিবপুর প্রতিনিধি এস এম আরিফ হাসান ১৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি পান ০৮ ভোট। নরসিংদীর সময় পত্রিকার শিবপুর প্রতিনিধি আজমল ভুইয়া ২৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বচিত হন। এছাড়াও দৈনিক আজকালের খবর পত্রিকার শিবপুর প্রতিনিধি মোঃ সোহেল ১৭ ভোট পেয়ে সহ সভাপতি, দৈনিক আমাদের সময় পত্রিকার শিবপুর প্রতিনিধি মোমেন খান সহ সাম্পাদক পদে ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে ১১টি পদের বিপরীতে মোট ২২ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ক্রীড়া সম্পাদক পদে সাপ্তাহিক জনতার চিন্তার শিবপুর উপজেলা প্রতিনিধি ইলিয়াছ হায়দার, প্রচার সম্পাদক পদে সাপ্তাহিক নরসিংদীর তথ্যের শিবপুর উপজেলা প্রতিনিধি স্বপন খান, দপ্তর সম্পাদক পদে দৈনিক নরসিংদী সারাদিনের শিবপুর উপজেলা প্রতিনিধি রাসেল মিয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সাপ্তাহিক জনপদের শিবপুর উপজেলা প্রতিনিধি কাজী এনামুল হক শাহিন, নির্বাহী সদস্য পদে দৈনিক নরসিংদীর বাণীর শিবপুর উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান ও ডেইলি মর্নিং গ্লোরীর শিবপুর উপজেলা প্রতিনিধি ডালিম খান।
উল্লেখ্য শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খানের তত্বাবধানে এই নির্বাচন পরিচালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদীন।
Leave a Reply