1. mostafa0192@gmail.com : admin2024 :
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

শিবপু‌রে আ‌লোর দিশা‌রি সংগঠ‌নের উদ্যো‌গে ঈদ সামগ্রী ‌বিতরন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতি‌বেদক

নর‌সিংদীর শিবপুরে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর দিশার’র উদ্যোগে গরীব অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে । বৃহস্পতিবার বিকেলে উপ‌জেলার সাধারচর ই‌উ‌নিয়‌নের নয়া পাড়া গ্রামে কর্মহীন দুস্থ পরিবারগুলোর মাঝে  এ ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।

আ‌লোর দিশা‌রি সংগঠন‌টি সম্পূর্ণ অরাজ‌নৈ‌তিক স্বেচ্ছা‌সেবী সংগঠন। সংগঠনের নিজস্ব অর্থায়‌নে সর্বদা অসহায়দের পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছে ।

ঈদ উপহার সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন সংগঠ‌নের উপ‌দেষ্ঠা মন্ডলীর সদস্য, নূরুল আ‌মিন , সো‌হেল রানা, আপন শেখ, সদস্য , সাধারচর ইউ‌নিয়ন যুবলী‌গ নেতা মো: ইব্রা‌হিম  মিয়া, সুমন ভুইয়া, নাজিম উ‌দ্দিন, ইসমাইল , মো: আলম , কাউছার আহমেদ, খলিলুর রহমান,শাহিন, সোহাগ, আমির হোসেন, ইমরান ভৃইয়া, আলতাফ হো‌সেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এসময় করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ২০ টি  অসহায় প‌রিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় ।

ঈদ সামগ্রীর ম‌ধ্যে র‌য়ে‌ছে ২ কে‌জি পোলার চাউল, ২ লিটার তেল, ২ কে‌জি চি‌নি, ১ কে‌জি সেমাই, গু‌ড়ো দুধ, ২ কেজি লবন ও সাবান।

জোনাকি টেলিভিশন/এসএইচআর/২১-০৫-২৯ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host