নরসিংদী প্রতিনিধি :
ফেসবুক সাহায্যের আবেদনে সাড়া দিয়ে শিশু অশ্রুর চিকিৎসার দায়িত্ব নিলেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহেদ আহমেদ।
শুক্রবার পলাশ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি জাহিদুল ইসলাম এর ফেইসবুক আইডি থেকে মানবিক সহযোগিতার আবেদন জানানো হয় পলাশ সমবায় আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ২য় শ্রেণির ছাত্রী খুব চঞ্চল হাসিখুশি অশ্রু নামের ৭ বছরের হতদরিদ্র একটি মেয়ের জন্য। অশ্রু খেলতে গিয়ে দূর্ঘটনায় তার ডান পাশের পা থেকে কোমড়ের হাড় সরে যায়। চিকিৎসা বিহীন প্রচন্ড ব্যথা নিয়ে ঘরে পড়ে আছে শিশু অশ্রু, দরিদ্র বাবার পক্ষে শিশু অশ্রুর চিকিৎসার খরচ চালানো সম্ভব নয় তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন। এই পোস্টটি দেখে শিশু অশ্রুর চিকিৎসার পুরো দায়িত্ব নিয়ে নেন নরসিংদী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ। তিনি শিশু অশ্রুকে গিয়ে দেখে আসেন এবং শিশু অশ্রুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পুলিশ বাহিনীর মানবিকতার আরো একটি অনন্য নিদর্শনের ফলে শিশু অশ্রু আবারাে স্বপ্ন দেখছে স্কুলে যাবার। তার অমূল্য শৈশব উপভোগ করার।
Leave a Reply