আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি:
আমার জীবন, আমার স্বপ্ন শিরোনামে কুমিল্লার লাকসামে দুইদিন ব্যাপী ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির আয়োজনে সোমবার দুপুরে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপি ম্যানেজার শ্যামল ফ্রান্সিস রোজারিও, গণমাধ্যমকর্মী আরিফুর রহমান স্বপন।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার অশেষ রেমার সঞ্চালনায় দুইদিনের ফলোআপ মিটিংয়ে পৌরসভা, বাকই, কান্দিরপাড় ও মুদাফরগঞ্জ ইউনিয়নের ৬৬৪ জন শিশু, কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন। দীর্ঘ ছয় মাস My Life. My Vision সম্পন্ন করে ওই ফলোআপ মিটিংয়ে অংশগ্রহণকারীরা তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। শিশু, কিশোর-কিশোরীরা তাদের স্বপ্ন ও ভবিষ্যৎ উন্নয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির এ আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ লাকসাম এপির প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, লাকি গোমেজ, স্পনসরশীপ এন্ড সিস্টেম সাপোর্ট অফিসার লিজা হালদার, নারী সাংবাদিক কোহিনুর প্রীতি প্রমূখ।
Leave a Reply