মো. মোস্তফা খান:
রামপুরা লোকেশনে সবে মাত্র শেষ হলো “সখি গো আমার মন ভালা না” মিউজিক্যাল ফিল্ম এর শুটিং।উত্তম অধিকারীর পরিচালনায় একটি মিউজিক্যাল ফিল্ম ও একটি নাটক এর শুটিং এক সাথেই শেষ হয়েছে। কাজ দুটি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে।এতে অভিনয় করেছেন, শর্মী ইসলাম, উত্তম অধিকারী, মিজানুর রহমান সহ আরো অনেকে।
এ বিষয়ে অভিনেত্রী শর্মী ইসলাম জোনাকী টেলিভিশনকে বলেন, “সখি গো আমার মন ভালা না” মিউজিক্যাল ফিল্ম এর শুটিং শেষ হয়েছে। এটি খুব শিগ্রই UK ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। কাজটি করে আমার ভালো লেগেছে। আশা করি সকল দর্শকদেরও ভালো লাগবে।
Leave a Reply