জুবায়ের খন্দকার, জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ- আজ থেকে শুরু হল ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম ২০১৯ শিক্ষা বর্সের সমাপনী ও এবতেদায়ি পরীক্ষা। জানা গেছে যে, সুষ্ট ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রথম পরীক্ষা। আজ ছিল ইংরেজী পরীক্ষা। পরীক্ষা চলবে ২৪শে নভেম্বর পর্যন্ত।
সকাল থেকে প্রতিটি শিক্ষা কেন্দ্রের সামনে জড়ো হতে থাকে কোমলমতি শিশু শিক্ষার্থীরা। তাদের প্রত্যেকের মুখেই ছিল হাসি। জোনাকী টেলিভিশননের সাংবাদিকের সাথে কথা প্রসঙ্গে এক শিক্ষার্থী আফ্ফান বলে, প্রস্তুতি ভাল ভাবেই নিয়েছি। বাকীটা আল্লাহর ইচ্ছা।
মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন বলেন, এটা আমাদের ময়মনসিংহের গর্ব যে প্রথম বোর্ডের অধীনে প্রথম সমাপনী পরীক্ষা। আশা করছি অত্যন্ত সুষ্টভাবেই সবগুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে মোট ৩ লাখ পরিক্ষার্থী সমাপনী ও এবতেদায়ি পরিক্ষায় অংশ গ্রহন করবার কথা।
Leave a Reply