শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে ২৬ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী যুবতিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (গত ১১ আগস্ট) উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া দক্ষিণ পাড়া গ্রামে ধর্ষনের ঘটনাটি ঘটে বলে অভিযোগে জানা যায়।
এঘটনায় ধর্ষিতা প্রতিবন্ধীর মা বাদী হয়ে শনিবার (১৪ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন।
প্রতিবন্ধী পরিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের সামছলের ছেলে হারেছ (৪৫) এর বাড়ি পাশ দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল বাক ও শারীরিক প্রতিবন্ধী ওই যুবতি। বিয়ের দাওয়াত খেতে হারেছের বাড়ি লোকজন অন্যত্র চলে যাওয়ায় ওই সময় বাড়ি ফাঁকা ছিল। এসময় বাড়ির পাশ দিয়ে ওই প্রতিবন্ধী যুবতিকে হারেছ ফুঁসলিয়ে ফাঁকা বাড়ীতে নিয়ে আসে এবং একটি ঘরে ভিতরে তাকে ধর্ষণ করে। ধর্ষিতা প্রতিবন্ধী যুবতি বাড়িতে ফিরে গিয়ে ইশারা-ইঙ্গিতে তার মার কাছে ঘটনার বিষয়টি তুলে ধরেন। অভিযুক্ত হারেছ ঘটনাটি ধামাচাঁপা দেওয়ার চেষ্টা করে ব্যার্থ হয়। পরে শনিবার সকালে প্রতিবন্ধীর মা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করে।
শ্রীবরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ধর্ষিতা প্রতিবন্ধীকে মেডিকেল পরীক্ষার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা রুজু হয়েছে। আসামীকে গ্রেফতার করতে অভিযান চলছে।
Leave a Reply