শেরপুর প্রতিনিধি
গত ২৭ জুলাই ছিলো মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ আগস্ট}নানা কর্মসূচির মধ্যদিয়ে জন্মবার্ষিকী পালন করে জেলা যুবলীগ।
দুপুরে শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত দুস্থ ও করোনা প্রতিরোধে কর্মরত স্বেচ্ছাসেবীদের মাঝে ৫ শ’ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়। ১নং কামারের চর ইউনিয়ন পরিষদে বিভিন্ন প্রজাতির প্রায় ৫ শ’ বৃক্ষের চারা রোপণ করার মাধ্যমে সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী পালন করা হয় ৷
এসময় শেরপুর জেলা যুবলীগের সভাপতি, ১ নং কামারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান ও প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশের রূপকার। তার পরিকল্পনা ও নেতৃত্বেই আজ আমরা প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ পেয়েছি। যার মধ্যদিয়ে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলেছেন। আমরা বিশ্বাস করি আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার সাথে তিনি যোগ্য সন্তান হিসেবে এভাবেই নেতৃত্ব দিয়ে যাবেন। তাই নানা কর্মসূচির মধ্যদিয়ে আমরা এই কর্মবীরের জন্মদিন স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আয়োজন করেছি।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মের কর্মসংস্থানে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভূমিকা অসামান্য। কোটি তরুণের এই স্বপ্নসারথি’র জন্য আমাদের এই শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন সুরুজ চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সম্রাট, জেলা যুবলীগ নেতা মাহবুবুল আলম লিমন, ইমতিয়াজ চৌধুরী শৈবাল, শফিকুল ইসলাম এবং শেরপুর সদর উপজেলা যুবলীগের নেতা নজরুল ইসলাম বাবু, মাসুদুর রহমান মাসুদ, নূর উদ্দিন, নাহিদ হাসান, জিসান, মোমিন প্রমুখ।
Leave a Reply