গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরের আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় মোঃ আমান উল্লাহ (৬) নামে ঝরে গেলো এক শিশুর তাজা প্রাণ। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাওনা-বরমী আঞ্চলিক সড়কে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের চায়না বাংলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আমান উল্লাহ টেপিরবাড়ি গ্রামের সাদেক হোসেনের ছেলে। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার নূরানী শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আমান উল্লাহদের বাড়ী মাওনা-বরমী আঞ্চলিক সড়কের পাশে হওয়ায় দুপুরের দিকে ওই সড়কের পাশে নজরুলের দোকান থেকে পাউরুটি কিনে যায়। দোকান পাউরুটি কিনে সড়ক ধরে হাঁটতে থাকে। এসময় বেপরোয়া গতির একটি অটোরিকশা শিশু আমান উল্লাহকে চাপা দেয়। এতে তার মাথা অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে তা থেতলে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পর স্থানীয় লোকজন ঘাতক অটোরিকশাটি আটক করলেও এর চালক জাহাঙ্গীর পালিয়ে যায়। চালক জাহাঙ্গীর আলমের বাড়ি একই ইউনিয়নের সাইটালিয়া গ্রামে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অটোরিকশা জব্দ করা হয়েছে। শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply