গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লি: কোম্পানীর ডিপো ম্যানেজার জাকির হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ ২২ হাজার ৯ শত টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার নগর হাওলা গ্রামের জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ডিপোর সমন্বয়ক হোসাইন মোবারক জানান, দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার জৈনা বাজার এলাকার ডিপো অফিস থেকে ম্যানেজার জাকির হোসেন ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে বের হন। তিনি জৈনা বাজার রাস্তার শৈলাট মোড়ে পৌছলে একদল অজ্ঞাত দূর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় দূর্বৃত্তরা তাকে অস্ত্র ঠেকিয়ে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে উঠিয়ে নেয়। পরে তার কাছ থেকে টাকা রেখে দূর্বৃত্তরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্ববর্তী ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী কামার জালাল উদ্দীন বলেন, ঘটনার সময় জাকির হোসেন একটি ব্যাগ হাতে নিয়ে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে একটি সাদা রংয়ের মাইক্রোবাস থেকে কয়েকজন লোক তার গতি রোধ করে এবং তাকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।
এ ঘটনায় খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া, পরিদর্শন (অপারেশন) গোলাম সারোয়ারসহ গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। দূর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে বলে জানান শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন।
Leave a Reply