আবু সাইদ, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে সামসুল হক বিএসি কল্যান ট্রাস্টের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে। ১০ জুন শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া সরকার বাড়ি ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণের আয়োজন করা হয়। ব্যাংক কর্মকর্তা সামসুল হক বিএসি ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তিনি জীবদ্দশায় অসহায় মানুষের কল্যাণে কাজ করে গেছেন, তিনি ছিলেন একজন সমাজসেবক। সামসুল হক বিএসসিকে স্মরণ রাখতে পরিবারের পক্ষ থেকে এই কল্যাণ ট্রাস্টটি গঠন করা হয়। দন্ত, চক্ষু, শিশু, মেডিসিন, সার্জারি গাইনি ১২ জন বিশেষজ্ঞ ডাক্তার ৩ হাজারের অধিক সেবা প্রত্যাশীদের চিকিৎসা সেবা প্রদান করেন। কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়। সামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্টের পরিচালক আবুল বাশার বলেন প্রতি বছরের ন্যায় এবারও আমরা এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণের আয়োজন করেছি, প্রতিবছর আমরা এই সেবা দিয়ে যাব। কল্যাণ ট্রাস্টের প্রধান সমন্বয়ক সামসুল হক বিএসসির বড় ছেলে ইন্জিনিয়ার জাহিদুল হক সুমন বলেন, আমার বাবা জীবদ্দশায় সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। আমার বাবার নামে করা সামসুল হক বিএসসি কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাব। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ও সামসুল হক বিএসসির ছোট ভাই লিয়াকত আলী সরকার বলেন সমাজের খেটে খাওয়া সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিতে পেরে আমরা আনন্দিত। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।সেবা প্রত্যাশীদের মধ্যে বেশির ভাগই ছিলেন বিভিন্ন মিল কারখানার শ্রমিক এবং নিন্ম আয়ের মানুষ।
Leave a Reply