আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর তিন আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: মো: সামসুল আলম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার, শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড: মো: হারুন-অর রশিদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লুৎফুন্নাহার মেজবা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: নুরুল আমীন, পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: আমজাদ হোসেন বিএ, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: নূরে আলম মোল্লা, রাজাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাসিনা মমতাজা প্রমুখ।
টূনার্মেন্টে উপজেলার ইউনিয়ন পর্যায়ের ৮টি এবং পৌরসভার ১টি সহ নয়টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শ্রীপুর পৌরসভা একাদশ এবং রাজাবাড়ি ইউনিয়ন একাদশের মধ্যে। নির্ধারিত সময়ে কোন দল গোল করতে সক্ষম হয়নি। ট্রাইবেকারে ১ গোলের ব্যবধানে শ্রীপুর পৌরসভা একাদশ জয়লাভ করে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply