আবু সাইদ, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী বাস উল্টে ২৫ শ্রমিক আহত হয়েছে। গুরুত্বর আহত হলেও অল্পের জন্য বাচঁলো বাসে থাকা ৩০ শ্রমিকের প্রাণ।
ঘটনা ঘটেছে বুধবার (১৪ জুন) বেলা আড়াইটার দিকে বরমী-মাওনা আঞ্চলিক সড়কের টেংরা গ্রামে। আহতরা সকলেই উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের কালার ফ্যাশন নামক পোশাক কারখানার শ্রমিক।
যে সকল শ্রমিকরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন তারা হলো, আশরাফুল (২৭), হানিফ (৩০), শামিমা (২৪), মরিয়ম (৩২), রেশামা (২০), শান্তা (২২), তানিয়া (২৫), সাইদুল (৪০), হৃদয় (২২), জারিন (২৪) ও লাভলী (৩৬) এবং গুরুত্বর আহত অন্য শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শ্রমিকরা জানান, দুপুর ২ টার দিকে তাদের ছুটি হয়। সোয়া ২ টার দিকে শ্রমিক বাহনকারী বাস নং (ঢাকা মেট্রো-জ-১১-৩১১৮) তে চড়ে অন্তত্য ৩০ জন শ্রমিক বাড়িতে ফিরছিলেন। টেংরা নামক স্থানে পৌছলে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের নিচু ধান ক্ষেতে উল্টে পরে। এতে প্রায় ২৫ জন শ্রমিক আহত হয়। দূর্ঘটনা কবলিত শ্রমিকদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: জারীন জানান, বেলা আড়াইটার দিকে বাস দূর্ঘটনায় ১১ জন শ্রমিক শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুত্বর আহত এক জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এ.এফ.এম নাসিম জানান, দূর্ঘটনার খবর কেউ আমাকে দেয়নি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply