গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বেড়াতে যাওয়ার পথে এক সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ার টেক নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলো গাড়ারন গ্রামের শহর আলী বেপারির পুত্র কফিল উদ্দিন (৪০) ও তার ভাই আমির উদ্দিন (৪৫) ও একই এলাকার আব্বাস আলীর পুত্র নায়েব আলী (৭৫)। তারা তাদের বাড়ীর মসজিদের ইমামের বাড়ি গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় বেড়াতে যাচ্ছিল।
আহতদের মধ্যে অটোরিক্সা চালক সাইফুল ইসলাম (৩৮) ও হারেছকে (৪৫) প্রথমে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরে কর্তব্যরত চি৬কিৎসক তাদের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বাড়ির জামে মসজিদের ইমাম আব্দুল ওয়াদুদের বাড়িতে বেড়ানোর জন্য তারা কয়েকটি অটো ও মোটর সাইকেলে করে গফরগাঁও উপজেলার পাগলা এলাকায় যাওয়ার পথে ত্রিমোহনি-পাগলা সড়কের আহালিয়ারটেক নামক স্থানে সড়কের পিচঢালাইয়ের কাজে ব্যবহৃত রুলারের সাথে একটি অটোরিক্সার সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নায়েব আলীর মৃত্যূ হয়,। গুরুতর আহত অবস্থায় কফিল উদ্দিনকে হাসপাতালে আনার পর তার মৃত্যূ হয় এবং আমির উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যেই তিনি মারা যান।। দূর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply