গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮টি ইউপি’র চেয়ারম্যান পদে ৬টিতে আ’লীগ মনোনীত প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচন ও ভোট গণনা শেষে রাতে উপজেলার নির্বাচনী কন্ট্রোলরুম থেকে ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান, দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং অফিসার মোঃ সামসুজ্জামান ও কাজী হামিদুল হক। ফলাফলে বেসরকারী ভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, মাওনা ইউনিয়ন মোঃ জাহাঙ্গীর আলম খোকন (নৌকা), তেলিহাটি আঃ বাতেন সরকার (নৌকা), রাজাবাড়ি মোসাঃ হাসিনা মমতাজ (নৌকা), প্রহলাদপুর নূরুল হক আকন্দ (নৌকা), কাওরাইদ মোঃ আজিজুল হক (নৌকা), গোসিংগা মোঃ ছাইদুর রহমান শাহীন (নৌকা)। গাজীপুর ইউনিয়ন মোঃ সিরাজুল হক মাদবর (ঘোড়া), বরমী মোঃ তোফাজ্জল হোসেন (আনারস)।
এর আগে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয় এবং কোন রকম বিরতি ছাড়া বিকাল ৪টায় তা শেষ হয়। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
উল্লেখ্য ৮ টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৭ জন এবং সাধারণ সদস্য পদে ৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩ লাখ ৪’শ ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Leave a Reply