সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলো’র নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদ এর বাবা এম এ সামাদ আর নেই।
রোববার (১২ জানুয়ারি) বিকেলে ঢাকায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর।
এম এ সামাদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত ব্যধিতে আক্রান্ত হয়ে গত কয়েকমাস যাবত তিনি শয্যাশায়ী ছিলেন। ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিলো।
সাংবাদিক সাব্বিরের বাবা পেশায় শিক্ষক ছিলেন। তিনি গাজীপুরের কাপাসিয়ায় উলুসারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এম এ সামাদ মৃত্যুকালে ছয় ছেলে, চার মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) কাপাসিয়ার উলুসরা গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হবে।জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
Leave a Reply