বিনোদন ডেস্ক:
সনাতন ধর্মাবলম্বীদের জন্য গান গাইলেন এই প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী সুরকার গীতিকার স্বাধীন বাবু। তার কথা সুর ও কন্ঠে গাইলেন “চরণে প্রণাম তোমার”। গানটির রেকর্ড হয়েছে মগবাজারের একটি স্টুডিও তে।
গানটির মিউজিক কম্পোজিশন করেছেন এই প্রজন্মের জনপ্রিয় মিউজিক কম্পোজার এম এ রহমান। গানটির ভিডিও নির্মাণ করবেন স্বাধীন বাবু।
গানটি নিয়ে শিল্পী স্বাধীন বাবু বলেন, পৃথিবীতে শ্রেষ্ঠ জীব হলো মানুষ। আমি মানুষ কে চিনি, কে কোন ধর্মের এটা আলোচ্য বিষয় নয়। পিরিত যেমন জাত মানেনা। আমার জীবন ডায়েরিতেও জাতের কোন ভেদাভেদ নেই। আমি সব ধর্মের মানুষ কে শ্রদ্ধা করি ও ভালবাসি। পৃথিবীতে আজ আছি কাল নেই। আমার চলে গেলে পৃথিবী থেকে শুধু মুসলিম কষ্ট পাবেনা, যারা আমাকে ভালবাসতো হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান সবাই মন খারাপ করবে কষ্ট পাবে। এমন আপন হয়ে মিশেছি সবার সাথে। ধীরে ধীরে সকল ধর্মের মানুষের জন্য সংগীত উপহার দেবো। চরণে প্রণাম তোমার গানটি প্রযোজনা করেছে চ্যানেল ডট। গানটি বাংলাদেশের জনপ্রিয় অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অবমুক্ত করা হবে।
Leave a Reply