ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে শুক্রবার নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে প্রায় তিন দিন বন্ধ থাকার পর বন্ধ থাকার পর সোমবার ঢাকা নদীবন্দর থেকে সারাদেশে নৌযান চলাচল শুরু হয়েছে। এদিন সকাল ছয়টায় ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে চাঁদপুর, বরিশাল, শরীয়তপুর, পটুয়াখালীসহ বেশ কয়েকটি নৌপথে ১৩টি লঞ্চ ছেড়ে গেছে।
ঢাকা নদীবন্দরের নৌযান পরিদর্শক মো. শাহনেওয়াজ বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ঢাকা নদীবন্দর থেকে দক্ষিণাঞ্চলের ৪২টি নৌপথে যান চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী উপস্থিতি কম ছিল।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জোনাকী টেলিভিশন / টি
Leave a Reply