বিনোদন ডেস্ক:
পলাশ লোহ সম্প্রতি অভিনয় করলেন সরকারি অনুদানের সিনেমা ‘ময়নার চর’ এ। সিনেমাটির শুটিং হয়েছে নোয়াখালীর লক্ষীপুরের আলেকজান্ডারে। এবার তিনি পুলিশের এস. আই চরিত্রে অভিনয় করছেন। দারুন সব লোকেশনে শুটিং শেষ করে এসে পলাশ তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন আমাদের।
সিনেমার কাহিনী ও সংলাপ করেছেন ছটকু আহমেদ, পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু, প্রযোজনা করেছেন সুমন পারভেজ, কথা সুর ও সঙ্গীত করেছেন সাহাবুদ্দিন মজুমদার।
অভিনয় করেছেন ইমন, শুস্মি, পলাশ লোহ, শিবা শানু , পঙ্কজ মজুমদার, ইকবাল হোসেন, আজম খানসহ ও আরো অনেকে।
এটি পলাশের অভিনিত তৃতীয় সিনেমা। প্রথম সিনেমা ‘সেলিব্রেটি’ মুক্তি পায়নি। দ্বিতীয় সিনেমা ‘ফাতিমা’ মুক্তি পেয়েছে। তৃতীয় সিনেমা ‘ময়নার চর’ এর শুটিং সম্পন্ন হলো।
পলাশ লোহ বলেন, সিনেমার গল্পটি চর এলাকার মানুষের জীবন যাপন নিয়ে তৈরি করা হয়েছে। চমৎকার কিছু গান আছে ছবিতে যা শ্রোতাদের ভালো লাগবেই।
পলাশ সিনেমার পাশাপাশি টেলিভিশন নাটকেও নিয়মিত অভিনয় করছেন। তবে তিনি বেছে বেছে ভালো গল্প ও চরিত্রে কাজ করছেন বলে জানান।
Leave a Reply