বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবী ও তাকে হেনস্থার প্রতিবাদে এক সভার আয়োজন করে রায়পুরা প্রেসক্লাব।
বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোঃ মোস্তফা খান।
ক্লাবের সাধারণ সম্পাদক এম নুর উদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, ক্লাবের নির্বাহী উপদেষ্টা মোসলেহ উদ্দিন বাচ্চু, সিনিয়র সহ সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, সহ সভাপতি মো. রফিকুল হক রফিক, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক একে এম সেলিম, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক তুহিন ভূইয়াসহ ক্লাবের সদস্যবৃন্দ।
এ সময় বক্তরা রোজিনাকে ইসলামকে নিঃশর্তে মুক্তি দেয়ার জোড় দাবি জানান। সেই সাথে অভিযুক্তদের শাস্তির আওতায় আনার জন্যও দাবি জানান।
উল্লেখ্য, প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে সোমবার স্বাস্থ্য মন্ত্রনালয়ে ৬ ঘন্টা আটকে রেখে হেনেস্তা করা হয়। পরে সরকারি তথ্য চুরির দায়ে মামলা করে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply