বিজয়ের ৫০ বছর উপলক্ষে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের মিলন মেলা ২০২২ শনিবার দিনব্যাপী পাঁচদোনার ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাতে দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলন মেলার সমাপ্ত হয়।
মেলায় জেলার ৬ উপজেলার ৩১৮টি সামাজিক সংগঠনের ৬হাজার ৬শ ৪৩ জন স্বেচ্ছাসেবী অংশ গ্রহন করেন।
জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা এত বড় মিলন মেলায় অংশ গ্রহন করতে পেরে তারা নিজেদেরকে একজন গর্বিত স্বেচ্ছাসেবী মনে করছেন। আগামী দিনেও তারা স্বেচ্ছাসেবক হয়ে মানুষের পাশে থাকবেন বলে জানান।
নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহবায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিয়াস উদ্দিন মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম মিলন মেলার সদস্য সচিব আল-আমিন রহমান।
আগামীদিনে আরো বড় পরিসরে স্বেচ্ছাসেবী মিলন মেলার আয়োজনের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছেন বলে জানান নরিসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজক কমিটি।
আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ এর সঞ্চালনায় অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিল এসোসিয়েশন (বিটিএমএ) এর সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা রাসেল বিন হাসনাত প্রমুখ।
Leave a Reply