নিজস্ব প্রতিবেদক
নরসিংদী-৩ (শিবপুর) সংসদীয় আসনের সাবেক সাংসদ, বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম মোল্লা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মেয়ে সায়মা ইসলাম।
তিনি তার পিতার জন্য এ-পজেটিভ রক্তের প্লাজমা চেয়ে ইতোমধ্যে তার ফেইসবুক পেইজে একটি স্ট্যাটার্স দিয়েছিলেন। তবে প্লাজমার ব্যবস্থা হয়েছে বলে তিনি জোনাকি টেলিভিশনকে জানান।
সায়মা ইসলাম জানান, গত কয়েকদিন ধরে তার পিতার শারিরীক অবস্থা কিছুটা খারাপ যাচ্ছিলেন। পরে গত ৪ জুন বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে তার পিতা সিরাজুল ইসলাম মোল্লা করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। পরিক্ষায় ফলাফল পজেটিভ আসে। পরে তাকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) হঠাৎ তার শারিরীক অবস্থা খারাপের দিকে গেলে তাকে দ্রুত গুলশান শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারিরীক অবস্থা উন্নতির দিকে। এরকম অবস্থা থাকলে কাল তাকে বাসায় নিয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
সায়মা ইসলাম তার পিতা সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার সুস্থতা কামনা করে শিবপুরসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/১২-০৬-২০ইং
Leave a Reply