সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এতে আরও একজন আহত হয়েছে। পুলিশ জানায়, রাতে জয়পুটহাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। ট্রাকটি ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা ওই পুকুরে তল্লাশি চালিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
ট্রাকটি পুকুরে পড়ার আগে চালক লাফ দিয়ে কোন রকম প্রাণে বেঁচে যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। ওই ট্রাকে ২১০টি ছাগল ছিলো সবগুলো ছাগল মারা গেছে। যার দাম ছিলো আনুমানিক ১০ লাখ টাকা।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ বলেন, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।
Leave a Reply