একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ (৭৬) করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রয়েছেন। বর্তমানে তাকে শতভাগ অক্সিজেন দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে বাবার আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তার একমাত্র ছেলে বিশ্বব্যাংকের সাবেক কর্মকর্তা ও পলিসি একচেঞ্জের চেয়ারম্যান মাশরুর রিয়াজ ও তার পরিবার।
রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।
দেশের এই প্রবীণ সাংবাদিকের বাড়ী নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দি গ্রামে।
সংবাদ বিজ্ঞপ্তি।
Leave a Reply