ডেস্ক রির্পোট
বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের ধাক্কায় নসিমন চালকসহ প্রাণ গেল ৩ জনের । বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মান্নান নগরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নাটোরের গুরুদাসপুর উপজেলার দড়িবামনপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী মনিরুল (৩৫), আশরাফুল ইসলাম (৩০) ও নসিমন চালক শরিফুল ইসলাম (২০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নুরনবী প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাড়াশের মহিষলুটি মৎস্য আড়ত থেকে মাছ বিক্রি শেষে ব্যবসায়ীরা নসিমনযোগে পার্শ্ববর্তী নাটোরের কাছিকাটায় ফিরছিল। পথে মান্নানগর পেট্রোল পাম্পের কাছে পৌছলে নসিমনটি বিকল হয়ে পড়ায় রাস্তাধারে মেরামত করার সময় দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে স্বজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নসিমন চালকসহ তিনজন মারা যায়।
নিহতদের লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/২ জুলাই ২০২০ইং
Leave a Reply