মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদক জানান, আজ দীর্ঘ সাত বছর পরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তবে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে সভাপতি প্রার্থী বাকের ভূইয়া ও উপজেলা চেয়ারম্যান আল মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ লাগে।
এ সময় তারা সম্মেলনস্থলের চেয়ার ভাঙচুর ও ব্যানার ছিড়ে পুকুরে ফেলে দেয়। এখনো সম্মেলনস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনও সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী।
এদিকে এর আগে সকালে বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা সম্মেলন স্থলে এসে পৌঁছায়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আর উদ্বোধন করবেন এবিএম ফজলে করিম এমপি।
Leave a Reply