নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) নরসিংদী এর প্রতিনিধিদের সাথে নরসিংদী পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২১ সেপ্টেম্বর২০২০ খ্রিঃ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার) পিপিএম এর সাথে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী এর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় চূড়ান্ত দুর্যোগকালীন সময়ে নরসিংদী জেলায় জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), নরসিংদী জেলা শাখার পরিচালনায় ফ্রি ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
মানবসেবা ব্রতী অকুতোভয় স্বাচিপ চিকিৎসকদের অবদানের জন্য পুলিশ সুপার তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও মানব কল্যাণে জেলা পুলিশ ও স্বাচিপ, নরসিংদী সম্মিলিতভাবে কাজ করবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় ডাঃ মোঃ মোজাম্মেল হক কমল, সভাপতি, স্বাচিপ ও বিএমএ, নরসিংদী, ডাঃ মোঃ সাজেদুল হক অপু, সাধারণ সম্পাদক, স্বাচিপ ও বিএমএ, নরসিংদী, ডাঃ মোঃ আবু কাউছার সুমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর নরসিংদীসহ স্বাচিপ এর অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply