ডেস্ক রির্পোট
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ। বৃহস্পতিবার রাতে তার করোনার পজিটিভ রিপোর্ট আসে। শুক্রবার বিকেলে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ এই তথ্য নিশ্চিত করেন। পরে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে করোনা পজিটিভের বিষয়টি নির্মল রঞ্জন গুহ শিকার করেন।
নির্মল রঞ্জন বলেন, ‘কয়েকদিন আগে আমার জ্বর হয়েছিল। তিন দিন আগে নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলাম। গতকাল রাতে আমার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে।’
তিনি বলেন, ‘আমি বাসায় আইসোলেশনে আছি ভালোই আছি। এখন অন্যকোন উপসর্গ নাই। আমার জন্য দোয়া করবেন।’
২০১৯ সালের ১৯ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সংগঠনটির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করা হয় নির্মল রঞ্জন গুহকে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৯-০৬-২০ইং
Leave a Reply