নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার সাতাইহাল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তিন যাত্রীর মৃত্যু হয়। এসময় বাসের ধাক্কায় অটোরিকশারটি দুমড়ে মুচড়ে যায়। যানটির ভেতরে আরও কয়েকজন যাত্রী আছে। তাদের উদ্ধারে কাজ চলছে। এদিকে অটোরিকশাটিকে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশে নিচু জমিতে পড়ে যায়। বাসটি উদ্ধারেও কাজ চলমান রয়েছে বলে জানা যায়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিলম চন্দ্র কর্মকার এ তথ্য নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।
Leave a Reply