হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে মহিমা বেগম (৪২) নামের মানুষিক ভারসাম্য হারানো রোগী এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামের মধ্যপাড়া মহল্লার মহিলার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিমা বেগম ওই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, মহিমা বেগম একজন মানসিক রোগী। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। তার স্বামী ও সন্তান ঢাকায় চাকুরী করার সুবাদে তিনি একাই বাড়িতে থাকেন। গতকাল বুধবার (১১ আগস্ট) রাতে মহিমা বেগম নিজের ঘরে ঘুমাতে যান। এরপর বৃহস্পতিবার সকালে তিনি ঘুম হতে না উঠায় দরজায় অনেক ধাক্কাধাক্কি করেও ভিতর থেকে কোন সাড়া না দেওয়ায় থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত অবস্থায় মহিমার লাশ উদ্ধার করে।
হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মহিমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে হাকিমপুর থানায় একটি অপমৃত্যুর মামলা দ্বায়ের করা হয়েছে।
Leave a Reply