1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন

হুমকির মুখে গাইবান্ধা শহর রক্ষা বাঁধ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৫৪ বার পঠিত

ডেস্ক রির্পোট

গাইবান্ধার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হুমকির মুখে রয়েছে ফুলছড়ি ওয়াপদা, বিআরই বাঁধসহ শহর রক্ষা সোনাইল বাঁধ। ফাটল দেখা দিয়েছে বাঁধগুলোর বিভিন্ন অংশে । এলাকাবাসী জিও ব্যাগ ও বালুর বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করে যাচ্ছেন।

এদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিপূর্ণ হওয়ায় নদী তীরবর্তী মানুষসহ সর্বসাধারণকে সতর্ক করতে জেলা প্রশাসনসহ সকল সরকারি দপ্তরে জরুরি বার্তা পাঠিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

জরুরি বার্তায় বলা হয়, গত বছর ফুলছড়ি পয়েন্টে যমুনা নদীর পানি সমতল ২০.৮৮ মিটার হলে বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৪টি পয়েন্ট ভেঙে যায়। পরবর্তীতে পানি ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিপদসীমার ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  বর্তমানে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে এবং তা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙনের আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় জেলা প্রশাসন কর্তৃক বন্যার সতর্কতা জারিসহ খাদ্য গুদামসমূহের সংরক্ষিত খাদ্য নিরাপদে রাখা, পর্যাপ্ত শুকনা খাদ্য মজুদ রাখা, বন্যার্তদের জরুরি চিকিৎসার ব্যবস্থা রাখা, বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের ব্যবস্থা নেওয়া, জরুরি মৎস্য আহরণ করে বিক্রির পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেতরে যেসব স্থান বন্যামুক্ত রয়েছে, সেসব স্থানের জনগণকে সতর্ক করে তাদের জানমালের আগাম নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার বিষয়ে মাইকিং করা যেতে পারে বলেও বার্তায় উল্লেখ করা হয়।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৫ জুলাই ২০২০ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host