নিজস্ব প্রতিবেদক:
গত প্রায় ১৬ দিনেও খোঁজ মিলেনি ৩৬ বছর বয়সী মো. সোহেল মিয়া। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। সে নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর মোল্লা বাড়ীর মো. শওকত আলী মোল্লার ছেলে।
শওকত আলী মোল্লা জানান, গত ২১ সেপ্টেম্বর ২১ইং তারিখ মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হলে অদ্যাবদি বাড়ি ফিরেনি। অন্যান্য দিন মাঝে মধ্যে বাড়ি থেকে বের হলে ২/৩ দিন পরে হলেও বাড়ি ফিরে আসতো কিন্তু ঐদিন বের হলে আজো বাড়ি ফিরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য স্বজনদের বাসা-বাড়িতে খোঁজে তার সন্ধান না পাওয়ায় আমি ও আমার পরিবারের লোকজন খুবই আতংকের মধ্যে রয়েছি।
এ ব্যাপারে রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। যাহার নং ২৩২, তাং ০৪ অক্টোবর ২১ইং। সোহেল মিয়ার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট এক ইঞ্চি। পরনে লাল গেঞ্জি, চেক লুঙ্গী ও কালো জুতা। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো: 01787088339 বা 01705735671
Leave a Reply