কোহিনুর প্রীতি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরে ১শ ৮৩ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৫৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। (২৫ জুন) রবিবার পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের পৌর ভবনে মোঃ তাজুল ইসলাম কনফারেন্স হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণাকালে পৌর মেয়র বলেন, ২০২৩-২৪ অর্থবছরে বাজেটে মোট আয় ধরা হয়েছে ১’শ ৮৩ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৫৪৪ টাকা। ৫ কোটি ৭২ লাখ ৭১ হাজার ৫৪৪ টাকা বাজেট উদ্বৃত্ত রেখে ব্যয় ধরা হয়েছে ১’শ ৭৮ কোটি ১৪ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৬৯২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা। বাজেটে সরকার ও বিভিন্ন প্রকল্পে উন্নয়ন আয় ধরা হয়েছে ১”শ ৫৩ কোটি ৯ লাখ ৩৭ হাজার ৮০০ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১শ ৫০ কোটি ৭৯ লাখ টাকা।
বাজেট আলোচনায় অংশ নেন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত সাহা, প্যানেল মেয়র খলিলুর রহমান, শাহজাহান মজুমদার, হিসাব রক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্ল্যাহ, এডভোকেট মাসুদ হাসান, আবদুল আজিজ, মুনছুর আহমেদ মুন্সী, আবু সায়েদ বাচ্চু, দেলোয়ার হোসেন, গোলাম রাব্বানী, মুসফিকা আলম মিতা, নাসিমা আক্তার, নাসিমা সুলতানাসহ স্থানীয় সাংবাদকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply