নিজস্ব প্রতিবেদক:
এবার দেশের চলমান করোনায় অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমি আক্তার সালমা ও তার স্বামী বিশিষ্ট আইনজীবী সানাউল্লাহ নূর সাগরের সেবামূলক প্রতিষ্ঠান সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট (SFED)’।
আজ (৩১ মার্চ) ঢাকা আশে-পাশের সুবিধা বঞ্চিত ২০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করেন কণ্ঠশিল্পী সালমা। সঙ্গে ছিলেন তার স্বামী সানাউল্লাহ নুরে সাগর।
সালমান বলেন, ‘আমাদের সাফিয়া ফাউন্ডেশন গত বছর থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এর আগে বেশ কিছু বিদ্যালয়ে শিশুদের শিক্ষা উপকরণ খাতা কলম, খেলার সরঞ্জামাদি বিতরণ করেছি। এবার করোনা পরিস্থিতিতে কিছু সাধারণ মানুষের সহযোগিতা করলাম। সেটা নিজেদের সাধ্যমতোই। আগামীতে সারাদেশে এর কাজ ছড়িয়ে দিবে বলে জানান সালমা।
দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে সালমা বলেন, ‘আমরা না হয় কোনোভাবে দিন কাটালাম কিন্তু যারা দিনে এনে দিনে খায় তাদের কী হবে? সবার উচিত, দেশের এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। তাদের একটু সাহায্যে বেঁচে যাবে অসংখ্য পরিবার।
Leave a Reply