চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ২৫৬ পিস ইয়াবাসহ রঞ্জু খান (৩৫) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রঞ্জু খান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার নুর আলম খানের ছেলে ও বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানান, মাদকসহ কয়েকজন মাদক ব্যবসায়ী বারঘরিয়া বাজার নামক স্থানে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ২৫৬ পিস ইয়াবাসহ ইউপি সদস্য রঞ্জু খানকে আটক করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply