জোনাকী ডেস্ক রির্পোট
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় ৮৮ মতিঝিলস্থ বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ের স্বাধীনতা ভবনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) এসএম মাহবুবুর রহমান।
তিনি তার বক্তব্যে ৪র্থ শিল্প বিপ্লবের চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাব, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন এবং চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারিদের কম্পিউটার ও কারিগরি দক্ষতার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়া আলোচক হিসেবে ট্রাস্টের পরিচালক (শিল্প ও বাণিজ্য) ড. মোঃ জাহেদুল হাসান অংশগ্রহণ করেন।
ট্রাস্ট্রের সচিব (উপসচিব) তরফদার মোঃ আক্তার জামীল ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
প্রশিক্ষণে ৪র্থ শিল্প বিপ্লবের আলোচিত প্রযুক্তি-কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ইন্টারনেট অব থিংস, ব্লক চেইন প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত মানের জিন প্রযুক্তি, বিগ ডেটা অ্যানালাইটিক, হরিজন্টাল ও ভার্টিক্যাল সিস্টেম ইন্টিগ্রেশন,সাইবার সিকিউরিটি, রোবোটিক্সসহ ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ এবং কল্যাণ ট্রাস্টের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
Leave a Reply