নিজস্ব প্রতিবেদক:
৫০০শত বৃক্ষরোপনের লক্ষমাত্রা নিয়ে স্বেচ্চাসেবী সংগঠন আলোকিত নরসিংদীর বৃক্ষরোপন কর্মসুচী শুরু। শনিবার বিকালে নরসিংদী শহরের প্রস্তাবিত শেখ ফজিতুন্নেছা পার্কে ফলজ, বনজ ও ওষধি বৃক্ষ রোপনের মাধ্যমে শুরু হয় আলোকিত নরসিংদীর বৃক্ষ রোপন কর্মসূচী। মাস ব্যাপি চলবে এ কর্মসূচী। রোপিত বৃক্ষ মধ্যে ছিল নিম গাছ, জাম গাছ,ও আমলকি গাছ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা প্রফেসর কালাম মাহমুদ প্রাক্তন অধ্যক্ষ সরকারি সফর আলী কলেজ আড়াই হাজার , প্রফেসর এবি এম আমির হোসেন অর্থনীতি বিভাগ সরকারি গুরু দয়াল কলেজ কিশোরগঞ্জ। আলোকিত নরসিংদী প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল সহ প্রমুখ।
আলোকিত নরসিংদীর সভাপতি বলেন,প্রতি বছরের ন্যায় এ বছর আমরা বৃক্ষরোপন কর্মসুচী গ্রহণ করেছি। নরসিংদী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খোলা মাঠ ও রাস্তার দুপাশে রোপণ করা হবে প্রায় ৫০০ ফলজ, বনজ, ওষধি বৃক্ষ। মাস ব্যাপি চলে এ কার্যক্রম। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতিবছর বর্ষা মৌসুমে আমাদের এ কার্যক্রম অবহ্যত থাকবে।
Leave a Reply