বিনা আক্তার, রায়পুরা ( নরসিংদী ) প্রতিনিধি:
১৫ কি. মি মেঘনা নদী সাঁতার কেটে ব্যতিক্রম রেকর্ড করায় ৬৩ বছরের বৃদ্ধ শহীদুল্লাহ্ শহীদ মিয়াকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার দড়ি বালূয়াকান্দি শ্রমজীবী মানুষের কল্যাণ সংস্থার আয়োজনে নিজ গ্রামে এ গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাবেক সভাপতি সফিক মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বালূয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফখরুল হাসান।
এ সময় বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম শরীফ, বালূয়াকান্দি জনকল্যান সংঘের সাধারন সম্পাদক শিক্ষানুরাগী বি এম সেলিম, সাতার বিজয়ী মোঃ শহীদুল্লাহ শহীদ মিয়া, করিমগঞ্জ আদর্শ হাফিজিয়া মাদরাসার সাধারণ সম্পাদক ফেরদৌস ভূইয়া, বালূয়াকান্দি উচচ বিদ্যালয়ের সদস্য জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিয়া, সংগঠনের সেক্রেটারী কারিমূল, যুগ্ম সম্পাদক কাউছার, সবুজ, আব্দুল্লাহ ও সোহেল প্রমূখ।
উল্লেখ্য বিগত ১৩ সেপ্টেম্বর রায়পুরার মনিপুরা মেঘনা ঘাট হইতে সাঁতার শুরু করে ১৫ কি. মি বিরতিহীন সাঁতার কেটে সদর থানার ঘাটে এসে শেষ করে বিজয়ী হয়। মসজিদের অসমাপ্ত কাজের উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করেন।
সংবধনা অনুষ্ঠানে বালুয়াকান্দি জনকল্যাণ সংঘ এর পক্ষ থেকে একটি এলইডি টিভি এবং বালূয়াকান্দি শ্রমজীবী মানুষের কল্যান সংস্থার পক্ষ থেকে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।
মসজিদের অসমাপ্ত কাজের সহায়তায় এলাকাবাসীর দেড় লাখ টাকা সহ সাঁতার বিজয়ের পর এলাকাবাসী পৌনে এক লাখ টাকা সহায়তা প্রদান করেন। মসজিদের ছাদ ঢালাই এর জন্য আরো অর্থের প্রয়োজন।
Leave a Reply