ডেস্ক রির্পোট:
গরুর নাম ‘ক্যাপ্টেন’ ওজন ২৫ মণ। বিক্রি জন্য দাম হাকাচ্ছেন ১০ লাখ টাকা। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজারের ফিড ব্যবসায়ী মাসুদ রানা শখ করে গরু পালন করে। শখের বসে তিনি জেলার পাঁচবিবির হাট থেকে ১৪ মাস আগে ৮৫ হাজার টাকা দিয়ে অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড় গরু কিনেছিলেন। শখ করে গরুটির নাম রেখেছেন ‘ক্যাপ্টেন’। গরুটিকে লালনপালন করে বড় করেছেন।
ক্যাপ্টেনকে দেখতে আশপাশের কয়েক গ্রাম থেকে লোকজন প্রতিদিন বাড়িতে আসছেন।
গরুটির মালিক মাসুদ রানা বলেন, অস্ট্রেলিয়ার ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুটিকে নিয়ম করে প্রতিদিন কলা, আপেল ও কমলা দিয়ে পানি খাওয়ানো হয়। এসব ফলমূল গরুটির নিত্যদিনের খাবার। গরুটি বর্তমানে দিনে পাঁচশ টাকার খাবার দেওয়া হয়। এখন গরুটির ওজন ২৫ মণ। ক্রেতাদের কাছে তিনি গরুটির দাম চেয়েছেন ১০ লাখ টাকা।
তিনি বলেন, কয়েক দিন আগে কয়েকজন গরু ব্যবসায়ী বাসায় আমার গরুটিকে দেখেন। করোনার কারণে তারা দাম করেছিলেন ৪ লাখ ৮০ হাজার টাকা। আমি চেয়েছিলাম ১০ লাখ। ৭ লাখ টাকা দিলে বিক্রি করে দিতাম।
জগদীশপুর গ্রামের বাসিন্দা গৃহবধু হালিমা পারভীন বলেন, মাসুদ রানা তার গরুকে প্রতিদিন আঙ্গুর, আপেল ও কলা খাওয়ানোর কথা লোক মুখে শুনেছি। তার বাড়িতে এসে দেখি গরুটি অনেক বড়। এতো বড় গরু আমি আগে কখনও দেখিনি।
আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, করোনার প্রভাবে কোন খামারি যেন গরু বিক্রি নিয়ে বিপাকে না পড়েন সেজন্য আমরা দুএক দিনের মধ্যেই একটি অলনাইন মার্কেট চালু করব। সেখানে যে কেউ তার গরুর ছবি, ওজন, উচ্চতা এবং ভিডিও আপলোড করতে পারবে। এতে করে ঘরে বসেই যে কেউ তাদের গরু বিক্রি করতে পারবেন।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৭ জুলাই ২০২০ইং
Leave a Reply