নরসিংদী প্রতিনিধি
‘রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভুতি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নরসিংদীর চরাঞ্চলে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) সদর উপজেলার চর ইউনিয়ন আলোকবালিতে ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে, আলোকবালি ইউনিয়ন সমাজ কল্যান যুব সংঘের সার্বিক সহযোগিতায় আবু জয়নব সাদ্দাম’র অর্থায়নে মুরাদনগর বাজারে এ কার্যক্রম চলে।
দিনব্যাপী এ কার্যক্রম চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন আলোকবালী ব্লাড ডোনার ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালাউদ্দিন, মুফতি রবিউল্লাহ, সুমন, নাসির উদ্দিন সাদেক হোসেন খোকাসহ অন্যান্য সদস্য বৃন্দ।
পরে বিকেলে মুরাদনগর বাজারস্থ গাজী ফার্মেসী র সামনে আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘ (মুরাদনগর ইউনিটের) উদ্যোগে এ কার্যক্রমে গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। স্থানীয় হান্নান মেম্বারের সভাপতিত্বে, শাকিব উল হকের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল জলিল, জসীমউদ্দীন, সুমন আহমেদ দূর্জয়, আব্দুল মমিন, জহিরুল ইসলাম, কামরুজ্জামান, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী ফোরামের সদস্য পাপড়ির সভাপতি শেখ রাসেল মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সামাজিক উন্নয়নে সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য এর পাশাপাশি সংগঠনের সভাপতি স্পেন প্রবাসী তামিম আবু বক্কর ও সহ-সভাপতি সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের ভূয়সি প্রশংসা করে তারা যেন মানবতার কাজে আরও বেশি এগিয়ে আসতে পারেন সেই জন্য তাদের জন্য দোয়া প্রত্যাশা করেন।
Leave a Reply